এই প্রথম আদি গুরু শংকরাচার্য টেম্পেল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ,সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ, ও আমাদের মাতৃশক্তি আর্য্যাম্বার সকালের সহযোগিতায় পরিপূর্ণ হল পশ্চিমবঙ্গের এই সর্বপ্রথম ১০৮ ব্রাহ্মণ দ্বারা পার্থিব শিবলিঙ্গ পুজাসত্যিই খুব আনন্দ এবং গর্বের বিষয় ভারতবর্ষে বিভন্ন স্থানে বিভিন্ন মঠ এবং মন্দিরে পার্থিব শিবলিঙ্গের পুজো হয়েছে কিন্তু, ১০৮ জন ব্রাহ্মণ দ্বারা ১০৮ পার্থিব শিবলিঙ্গ পুজো পশ্চিমবঙ্গে সর্বপ্রথম।

Leave a Reply